
ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে পৌর শহরের সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান মো. আসাদুজ্জামান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাশেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের এডহক কমিটির সদস্য কাজী শান্তনু সায়হাম অর্নব, মোশাররফ হোসেন বেলাল, মো. মাইনুল ইসলাম, আশরাফুল ইসলাম বাবু, সজিবুর রহমান, মো. তানভীর রুবেল, উম্মে সালমা, শাহ আলম পালোয়ান, ইউনিট লেভেল অফিসার বিন্দাবন মন্ডল, রেড ক্রিসেন্টের যুব প্রধান ফাহিম মুনতাসির, রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়ার অফিস সহকারী আরিফুর রহমান মনির প্রমুখ।