ঢাকা সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

জীবননগরে দেশি অস্ত্রসহ আটক ১

জীবননগরে দেশি অস্ত্রসহ আটক ১

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহরের মৎস্য অফিসের একটি কক্ষ থেকে ২টি সুরা, ৩টি চাপাতি ও ৫টি হাসুয়া-সহ রুমেল (৩২) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার (১১ জানুয়ারি) রাত ৩টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত রুমেল উপজেলা শহরের কোটপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, রোববার (১১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ ডি) নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম জীবননগর শহরের মৎস্য অফিসের একটি কক্ষ থেকে রুমেল-কে আটক করে। এসময় কক্ষ তল্লাশি করে সুরা, চাপাতি ও হাসুয়া উদ্ধার করা হয়। সকালে তাকে জীবননগর থানায় সোপর্দ করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

জীবননগর,দেশি অস্ত্র,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত