
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় সুষ্ঠু বিচার ও নির্বাচনকালীন নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মানিকগঞ্জ পৌর এলাকার জয়রা গ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে আতা জানান, গত ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এক প্রার্থীর সমর্থকরা তার উপর হামলা চালায়। তিনি ঘটনাটিকে “অভিপ্রেত ও ন্যক্কারজনক” বলে মন্তব্য করেন।
তিনি বলেন, “গত ১৭ বছর ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি। ২০০৮, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালের বিভিন্ন নির্বাচন ভোটারবিহীন ও অনিয়মের মধ্যে হয়েছে। আমার নেতা তারেক রহমানের ৩১ দফার মধ্যে ভোটাধিকার নিশ্চিতের একটি দফা রয়েছে। সেই লক্ষ্য অর্জনের লড়াই করতে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমার উপর হামলা হয়েছে— এটি অত্যন্ত লজ্জাজনক।”
আতা দাবি করেন, হামলার ঘটনার পর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা তিনি ও মানিকগঞ্জবাসী কেউই জানেন না। একইসাথে রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি নির্বাচন প্রচারণাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে আতাউর রহমান আতার সমর্থকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।