
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলার সহ মো. আব্দুস সালাম নামে একজন বাংলাদেশীকে আটক করেছে।
মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। সে মুন্সিগঞ্জ জেলার সদর থানার রন্চ হাওলা পাড়ার আব্দুল সামাদ ব্যপারীর ছেলে।
বেনাপোল কাস্টমস হাউসে এসি অটুল গোস্বামী বিষয়টি নিশ্চিত করে বলেন, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলার সহ বাংলাদেশী এক পাসপোর্টকে আটক করা হয়েছে।
তারপরিমাণ কানাডিয়ান ডলার ৩২,২০০ এবং অস্ট্রেলিয়ান ডলার ৩৬,৪০০। বাংলাদেশ দেশী মুদ্রায় আনুমানিক ৬০,০০,০০০ টাকা।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।