ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ শত্রু হিসেবে গণ্য হবে : ইরান

হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ শত্রু হিসেবে গণ্য হবে : ইরান

সম্ভাব্য মার্কিন সামরিক হামলার বিষয়ে প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রতিবেশী যেসব দেশে তেহরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে সেই দেশ ‘শত্রু’ হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে আইআরজিসি।

মঙ্গলবার (২৭ জানয়ারি) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর রাজনৈতিক উপ-প্রধান মোহাম্মদ আকবরজাদেহ প্রতিবেশী দেশগুলোকে এ সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেন, যদি প্রতিবেশী দেশের ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করা হয়, তাহলে সেই প্রতিবেশী দেশগুলোকে তেহরান ‘শত্রু’ হিসেবে বিবেচনা করবে।

আইআরজিসির জ্যৈষ্ঠ নেতা আরও বলেন, ‘প্রতিবেশী দেশগুলো আমাদের বন্ধু। তবে যদি তাদের ভূমি, আকাশসীমা বা জলসীমা ইরানে হামলার জন্য ব্যবহার করা হয় হয়, তাহলে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।’

এদিকে ইরানের বিরুদ্ধে কোনো ‘শত্রুতামূলক’ সামরিক কর্মকাণ্ডের জন্য নিজেদের আকাশসীমা, ভূখণ্ড বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশলগত যোগাযোগ বিভাগের পরিচালক আফরা আল হামেলি এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক পোস্টে বলেন, ‘ইউএই নিশ্চিত করছে যে ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কর্মকাণ্ডে আমাদের আকাশসীমা, স্থলভাগ বা জলসীমা ব্যবহারের অনুমতি দেয়া হবে না।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কার মাঝে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতায় রক্ষায় ‘ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেছেন তিনি।

আবা/এসআর/২৫

যুক্তরাষ্ট্র,শত্রু,ইরান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত