ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আসন্ন রমজানে নৈতিকভাবে ব্যবসার আহ্বান চাঁদপুর ডিসির

আসন্ন রমজানে নৈতিকভাবে ব্যবসার আহ্বান চাঁদপুর ডিসির

চাঁদপুরে জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, সবার আগে নিজের নৈতিক চরিত্রকে ঠিক করতে হবে। ধরে নিলাম গত ১০ বছরে আপনারা কোটি কোটি টাকার ব্যবসা হয়তোবা করেছেন, মাহে রমজানের মাসটাতে না হয় এবার লস দেন। ২ টাকা ব্যবসা না করেও যে তৃপ্তি পাওয়া যায়, এটা আপনি নিজেই বুঝতে পারবেন।

আপনি যখন ভালো কাজ করবেন, দেখবেন তখন হারানোর কিছু থাকবে না। এটার সঠিক প্রতিদান আপনি নিজেই পেয়ে যাবেন।

আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে শহরের বিপণীবাগ বাজার সম্মুখে আসন্ন মাহে রমজান উপলক্ষে সর্বস্তরের ব্যবসায়ী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আমি আসন্ন নির্বাচনে বলে দিয়েছি আচরণবিধি এবং বাংলাদেশ সরকারের আইনের যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে ডিসি বা নির্বাচন কমিশন হিসেবে আইনের ব্যত্যয়কে প্রশ্রয় দেব না। তেমনি আমি আপনাদের আমার কাছে ডেকে নিয়ে বলতে পারতাম, কিন্তু আমি আপনাদের কাছে এসেছি শুনতে এবং বলতে। তার কারণ হচ্ছে পরে যদি আপনাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন প্রয়োগ করতে হয়, তখন যেন আপনারা মুখ দেখিয়ে আমার সামনে দাঁড়ানোর কোনো শক্তি না পান, সে জন্যই আজকে এ ব্যবস্থা করেছি।

ম্যাজিস্ট্রেট জরিমানার জন্য প্রস্তুত নয়, তবে ব্যত্যয় ঘটলে তখন জরিমানা করবে। দোয়া করবেন যেন আপনাদের জরিমানা করতে না হয়।

ডিসি বলেন, মাহে রমজানের আদর্শকে বুকে ধারণ করে যে মুসলমানের সন্তান, যে সর্বনিম্ন মাহে রমজানের তাকওয়া বোঝে, তার দ্বারা মনে হয় যে সারাবছর ৯০ টাকা লাভ করে সে এক মাসে ৪৫ টাকা লস দিতে কোনো সমস্যা হবে না। অনুরোধ করছি আপনাদের কাছে, সারাবছর লাভ করলেও এ মাসটাতে অন্তত নিজের তৃপ্তির জন্য হলেও অতিরিক্ত লাভ না করে সুন্দরভাবে ব্যবসা করবেন।

তিনি আরও বলেন, চাঁদপুরের ডিসি হিসেবে আমার জন্য যে ছাড় রাখবেন না, সে ছাড়টা কি আমার রিকশাওয়ালা, দিনমজুর ভাইয়ের জন্য রাখবেন। আপনি যদি ছাড় দেন, তার প্রতিদানে আপনি যে রহমত পাবেন, সারাবছরেও হয়তো তা পাবেন না।

জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো. বিপ্লব সরকারের সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুভাষ রায়, জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।

এর আগে, উন্মুক্ত আলোচনা পর্বে জেলা প্রশাসকের নিকট ব্যবসায়ীরা নিজেদের বিভিন্ন সমস্যার কথা, তার প্রতিকার এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি তমাল ঘোষসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাঁদপুর ডিসি,নৈতিকভাবে ব্যবসার আহ্বান,আসন্ন রমজান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত