
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাজমুস সাকিব (৩৮) নামে বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইকরাম নামে নৌবাহিনীর এক নাবিক গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পটিয়া বাইপাস সড়কের গাজী বাড়ি গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুস সাকিব ও আহত ইকরাম উভয়ই চট্টগ্রামের পতেঙ্গা নৌঘাঁটিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ছুটির দিনে মোটরসাইকেলে চড়ে পতেঙ্গা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিলেন নৌবাহিনী কর্মকর্তা নাজমুস সাকিব ও নাবিক মো. ইকরাম। সকালের দিকে তারা পটিয়া বাইপাস সড়কের গাজী বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নাজমুস সাকিবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নাবিক মো. ইকরামকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের অভিযোগ, বাইপাস সড়কে যানবাহনের মাত্রাতিরিক্ত গতির কারণেই প্রায়ই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, “ছুটির দিনে তারা মোটরসাইকেলে করে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। পটিয়া বাইপাসে পৌঁছালে অজ্ঞাত একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই কর্মকর্তা নাজমুস সাকিবের মৃত্যু হয়। আহত নাবিককে আশঙ্কাজনক অবস্থায় চমেকে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে। বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।”