
গণতন্ত্রের সবচেয়ে সংবেদনশীল সময়ে কলমকে আরও দায়িত্বশীল ও সচেতন করে তুলতে দিনাজপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি অধ্যাপক মো. সাদাকাত আলী খান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ; এই সময়ে একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদই পারে জনমনে আস্থা তৈরি করতে।
বক্তব্য রাখেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক জিএম হিরু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত মোট ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ ও ডেইলি স্টার পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. বাহারাম খান।