ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পুলিশ হেফাজতে জনি হত্যা: ২ পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল

পুলিশ হেফাজতে জনি হত্যা: ২ পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল

রাজধানীর পল্লবীতে পুলিশ হেফাজতে নির্যাতনে নিহত হওয়া গাড়িচালক ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলায় পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান ও এএসআই কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

অপর আসামি সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদুল হাসানের যাবজ্জীবন দণ্ড কমিয়ে ১০ বছরের কারাদণ্ড ও পুলিশের সোর্স রাসেলকে খালাস দিয়েছে আদালত।

সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রায় ঘোষণা করেন।

এর আগে এ মামলায় ৫ আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত।

রায়ের বিরুদ্ধে জাহিদুর, রাশেদুল ও রাসেল ২০২০ সালে হাইকোর্টে পৃথকভাবে আপিল করেন। ২০২১ সালে হাইকোর্ট আপিলগুলো শুনানির জন্য গ্রহণ করে। চলতি বছরের ৯ জুলাই থেকে এসব আপিলের একযোগে শুনানি শুরু হয়। শুনানি শেষে গত ৭ আগস্ট রায় ঘোষণার জন্য রায়ের জন্য আজকের তারিখ ধার্য করা হয়।

দণ্ডিত পাঁচ আসামির মধ্যে কামারুজ্জামান (তৎকালীন এএসআই) শুরু থেকে পলাতক। অন্য আসামি পুলিশের সোর্স সুমন সাজাভোগ করে বেরিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের ইরানি ক্যাম্পের বাসিন্দা মো. বিল্লালের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। সেখানে পুলিশের সোর্স সুমন নারীদের সঙ্গে অশালীন আচরণ করেন। এ সময় উপস্থিত জনি ও তার ভাই ইমতিয়াজ তাকে বাধা দিলে সুমন তাদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলেন। এ নিয়ে সুমনের সঙ্গে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সুমনের ফোনে পুলিশ আসে এবং জনি ও ইমতিয়াজকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে দুই ভাইকে নির্যাতন করা হয়। জনির অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার ছয় মাস পর, ২০১৪ সালের ৭ আগস্ট জনির ভাই ইমতিয়াজ হোসেন মামলা দায়ের করেন। মামলায় তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদুর রহমানসহ ৮ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, এটি ছিল ২০১৩ সালে প্রণীত ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন’-এর অধীনে করা প্রথম মামলা।

পুলিশ হেফাজতে জনি হত্যা,যাবজ্জীবন,পুলিশ কর্মকর্তা,হাইকোর্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত