ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাইব্যুনালে গুম-নির্যাতনের অভিযোগ দিলেন সেই সুখরঞ্জন বালি

ট্রাইব্যুনালে গুম-নির্যাতনের অভিযোগ দিলেন সেই সুখরঞ্জন বালি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের অভিযোগ দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর তিনি এ অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম গণমাধ্যমকে জানান, সুখরঞ্জন বালি চিফ প্রসিকিউটর অফিসে অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়েছে, তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল, গুম ও নির্যাতন করা হয়, এবং দীর্ঘদিন ভারতের কারাগারে তাকে আটক রাখা হয়েছিল।

অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রসিকিউটর রানা দাশ গুপ্ত, সাবেক প্রসিকিউটর হায়দার আলীসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সুখরঞ্জন বালি জামায়াতের প্রয়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। তিনি ২০১২ সালের ৫ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের গেটের বাইরের চত্বর থেকে নিখোঁজ হন। অভিযোগ রয়েছে, আদালতে সাক্ষ্য দেওয়ার আগেই তিনি ট্রাইব্যুনালের বাইরে থেকে সাদা পোশাকধারীদের হাতে অপহৃত হন।

পরে, তাকে ভারতের একটি কারাগারে পাওয়া যায় বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এই ঘটনা দেশজুড়ে তীব্র বিতর্ক ও উদ্বেগ তৈরি করে এবং মানবাধিকার সংগঠনগুলো ব্যাপক প্রতিক্রিয়া জানায়।

অনেক দিন নিখোঁজ থাকার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন। এরপর দীর্ঘ সময় পর তিনি প্রকাশ্যে এসে নিজের অভিযোগ আনুষ্ঠানিকভাবে দায়ের করলেন।

সুখরঞ্জন বালি,চিফ প্রসিকিউটর,আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী,অভিযোগ,অপহরণ,গুম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত