অনলাইন সংস্করণ
১৪:১৮, ২১ সেপ্টেম্বর, ২০২৫
২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করতে পুলিশ সদরদপ্তরকে নির্দেশ দিয়েছে আদালত।
রোববার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে রেড নোটিশ জারির আবেদন করে।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন।
তিনি বলেন, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করতে দুদক আদালতে পিটিশন দিয়েছিল, যা আদালত মঞ্জুর করেছেন। এখন এটি পুলিশ সদরদপ্তরে যাবে। সেখান থেকে পুলিশ ইন্টারপোল বরাবর রেড নোটিশ জারির আবেদন করবে।
মামলার অভিযোগে বলা হয়েছে, সাইফুজ্জামান তার মালিকানাধীন আরামিট গ্রুপের এক কর্মচারীকে মালিক সাজিয়ে ‘ভিশন ট্রেডিং’ নামের একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ অনুমোদন করিয়ে ২৫ কোটি টাকা আত্মসাৎ করেন।
এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে ও বেনামে আরও পাঁচ দেশে সম্পদের খোঁজ পেয়েছে দুদক নেতৃত্বাধীন টাস্কফোর্স। এবার নতুন করে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় সম্পদ অর্জনের রেকর্ডপত্র উদ্ধার করা হয়েছে। এর আগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে তার নামে-বেনামে ৫৮২টি বাড়ি ও ফ্ল্যাটের প্রমাণ পেয়েছিল দুদক।
আজ রোববার ভোরে দুদকের একটি অভিযানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানের ড্রাইভার মো. ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে ২৩ বস্তা রেকর্ডপত্র উদ্ধার করা হয়। এসব রেকর্ড থেকে তার বিদেশে সম্পদ অর্জনের তথ্য মিলেছে। রিমান্ডে থাকা সাইফুজ্জামানের দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব নথি জব্দ করা হয়েছে।