অনলাইন সংস্করণ
১৮:৫৩, ০৬ অক্টোবর, ২০২৫
আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চার জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার মামলায় অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনাল-২ এ এ আদেশ দেন। আদেশে বলা হয়, মামলায় অভিযোগ আমলে নেওয়ার জন্য যথেষ্ট উপাদান পাওয়া গেছে।
এরপর অভিযোগ আমলে নিয়ে পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ট্রাইব্যুনাল একই সঙ্গে নির্দেশ দেন, ১৪ অক্টোবর পর্যন্ত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ফেরত বিষয়ে প্রতিবেদন দিতে আইজিপিকে দায়িত্ব পালন করতে হবে।
এ মামলার চারজনই বর্তমানে পলাতক। প্রসিকিউশন পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিল।
মামলার বিষয়বস্তু এবং আদেশ সম্পর্কে ট্রাইব্যুনাল উল্লেখ করেছে যে, প্রত্যেক প্রাপ্ত অভিযোগের যথাযথ প্রমাণ ও তথ্য যাচাইয়ের পরই আসামিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনি প্রক্রিয়ার যথার্থতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।