ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গুমের মামলায় হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গুমের মামলায় হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুমের অভিযোগে দায়ের করা দুটি মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ৩০ জনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

বুধবার (৮ অক্টোবর) সকালে ট্রাইব্যুনাল‑১-এ প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে শুনানি শেষে বিচারিক প্যানেল এ আদেশ দেন।

গুম সংক্রান্ত দুই মামলার শুনানি শেষে ট্রাইব্যুনাল শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদসহ মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আওয়ামী লীগের শাসনামলে বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের গুম করে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) ও গোপন সেলে বন্দি রেখে নির্যাতন করার অভিযোগের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের এ মামলাটি দাখিল করা হয়েছে, যেখানে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে।

গুম,মামলা,গ্রেপ্তারি পরোয়ানা,আওয়ামী লীগ,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল,শেখ হাসিনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত