ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

১৫ সেনা কর্মকর্তার মামলা থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার

১৫ সেনা কর্মকর্তার মামলা থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুমের আভিযোগে দায়ের করা দুই মামলাসহ রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তার হয়ে আর আইনি লড়াই করবেন না ব্যারিস্টার এম সরোয়ার। পেশাগত অসদাচরণ ও স্বার্থের দ্বন্দ এড়াতে আনুষ্ঠানিকভাবে এই মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

রোববার (৯ নভেম্বর) নিজের নাম প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন ব্যারিস্টার সরোয়ার। পরে তা গ্রহণ করেন ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল। ফলে ওকালতনামা থেকে তার নাম প্রত্যাহার হয়েছে।

এর আগে, গত ২২ অক্টোবর তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। ওই দিন আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার সরোয়ার। এর পরদিনই তিনি সমালোচনার মুখে পড়েন।

পরে গত ২৩ অক্টোবর সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে আইনি লড়াই করবেন না বলে জানান ব্যারিস্টার সরোয়ার। ওই দিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি গুমের অভিযোগে যে মামলা করেছি, তার মধ্য থেকে আসামি এই ১৫ জনের মধ্যে রয়েছে। এছাড়াও এরকম ঘটনায় বার কাউন্সিল আইন অনুযায়ী আমি তাদের পক্ষে আইনি লড়াই করতে পারবো না। ফলে এই ১৫ জনের পক্ষের আইনজীবী থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি।’

এদিকে, ব্যারিস্টার সরোয়ার সরে দাঁড়ানোর পর সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা নতুন আইনজীবী নিয়োগ দিয়েছেন। নতুন করে গুমের মামলায় ৯জন সেনা কর্মকর্তার পক্ষে লড়বেন পাঁচ আইনজীবী। তারা হলেন– তাবারুল হোসেন ভূঁইয়া, মাসুদ সালাউদ্দিন, ব্যারিস্টার মহিউদ্দিন, মাইদুল ইসলাম পলক ও ব্যারিস্টার হাফিজুর রহমান।

প্রসঙ্গত, গুমের দুই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে রামপুরায় ২৮ হত্যা মামলার শুনানি হবে ২৪ নভেম্বর।

১৫ সেনা কর্মকর্তা,গুম,হত্যা,ব্যারিস্টার এম সরোয়ার,আওয়ামী লীগ,প্রত্যাহার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত