ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

প্লট দুর্নীতির মামলায় জয়-পুতুলের ৫ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতির মামলায় জয়-পুতুলের ৫ বছরের কারাদণ্ড

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যান্য আসামির বিরুদ্ধে দায়ের করা পৃথক তিন মামলার রায় ঘোষণা করেছেন আদালত।

এর মধ্যে দ্বিতীয় মামলায় জয়ের ৫ বছরের সশ্রম কারাদণ্ড, পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আর তৃতীয় মামলায় পুতুলকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রতিটি মামলায় শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ৩১ জুলাই আদালত এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এরপর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই তিন মামলায় রায় ঘোষণার জন্য আজকের দিন (২৭ নভেম্বর) দিন ধার্য করেন আদালত।

প্লট দুর্নীতি,কারাদণ্ড,রাজউক,আদালত,সজীব ওয়াজেদ জয়,সায়মা ওয়াজেদ পুতুল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত