ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মানবতাবিরোধী অপরাধ মামলায় শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

মানবতাবিরোধী অপরাধ মামলায় শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (৩০ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই সঙ্গে তাকে আগামী ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।

গত বছরের ১৬ সেপ্টেম্বর শাহরিয়ার কবিরকে তার বনানীর বাসা থেকে আটক করে পুলিশ। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় গৃহকর্মী লিজা আক্তার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ।

রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে যাত্রাবাড়ীতে রফিকুল ইসলাম ও আরিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। এরপর ২০ অক্টোবর আদালত ফের তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মানবতাবিরোধী অপরাধ,শাহরিয়ার কবির,গ্রেপ্তার,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত