ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মঞ্জু হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে মঞ্জু হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ সদর উপজেলার চাঞ্চল্যকর মাদককারবারি মঞ্জু হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ হত্যাকাণ্ডে জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন— ওই উপজেলার খোর্দ্দ শিয়ালকোল গ্রামের জাহাঙ্গীর আলম (৩৭) ও আলম খান (৩৬)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই’র পুলিশ সুপার এম এন মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার খোর্দ্দ শিয়ালকোল গ্রাম এলাকা থেকে গত ৯ অক্টোবর মঞ্জুরের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একই এলাকার সরাইচন্ডি গ্রামের ইউনুস আলীর ছেলে। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় পিবিআই পুলিশ ছায়া তদন্ত শুরু করে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ হত্যাকাণ্ডে মামলাটি পিবিআইকে হস্তান্তর করা হয়। পিবিআই তথ্য প্রযুক্তির মাধ্যমে এ মামলার আসামিদের শনাক্ত করতে সক্ষম হয় এবং বিশেষ অভিযানে গাজীপুরের একটি গার্মেন্টসের গেইট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

এ হত্যাকাণ্ডে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে জড়িত থাকার কথা স্বীকার করে এবং বুধবার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। নিহত মঞ্জুরের সাথে মাদক কারবারির আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হয় বলে তারা স্বীকার করে।

এ মামলাটি বিশেষ তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,মঞ্জু হত্যা,রহস্য উদঘাটন,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত