ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে এস্কাফ এবং ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরে এস্কাফ এবং ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরে পৃথক অভিযানে ১০০ বোতল এস্কাফ এবং তিন হাজার ৯১৫ পিস ইয়াবা জব্দসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর-এর একটি আভিযানিক দল রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ৫নং লক্ষ্মীটারী ইউনিয়নের ইশোরকোল গ্রামের জোড়া ব্রীজের উপর চেকপোস্ট পরিচালনার করে। এসময় মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেলের ট্যাংক ও সীটের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ১০০ বোতল এস্কাফ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন— লালমনিরহাট জেলার আদিতমারী থানার মহিষখোচা ডাকুর খামার এলাকার আতাউর রহমানের ছেলে মোঃ মোরসালিন মিয়া (১৯) ও মহুবার রহমানের ছেলে মোঃ রুবেল মিয়া (২২)-কে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে একইদিন বিকেলে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ঠাকুরগাঁও সদর থানাধীন পৌরসভার ০৪ নং ওয়ার্ডের হলপাড়া আগমনী স্পোর্টিং ক্লাবের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় ইজিবাইক তল্লাশী করে পেছনের সিটের সামনে ফাঁকা জায়গায় রক্ষিত চা পাতার প্যাকেটের মধ্যে লুকায়িত অবস্থায় ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ঠাকুরগাঁও জেলা ও থানার ছিটচিলারং এলাকার মিলনের ছেলে মোঃ তাউহিদ ইসলাম রতন (৩০)।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত আসামিরা দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আসামিদের ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুর,এস্কাফ,ইয়াবা,মাদক ব্যবসায়ী,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত