বাংলাদেশে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল-জেট ফুয়েলের দাম নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (১৪ জুলাই) কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারে জেট ফুয়েলের দাম ৯৩ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ৯৮ টাকা ২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারে ০.৬০৬৬ ডলার থেকে বাড়িয়ে ০.৬৪০১ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) বিপণন খরচ পুনর্নির্ধারণের প্রস্তাব জমা দেওয়ার পর এই দাম নির্ধারণ করা হয়েছে।
কমিশনের ভাষ্য অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে শুল্ক ও মূসকসহ এবং আন্তর্জাতিক ফ্লাইটে শুল্ক ও মূসক ছাড়াই এই দাম কার্যকর হবে।
উল্লেখ্য, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ অনুযায়ী জ্বালানির দাম নির্ধারণ ও তদারকি করে বিইআরসি।