ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহর পদত্যাগ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহর পদত্যাগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। তবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর তার বিরুদ্ধে নানা অনিয়ম ও সুবিধা গ্রহণের অভিযোগ পায় বাংলাদেশ ব্যাংক।

এরপর গত ৩ জুলাই ওবায়েদ উল্লাহকে ডেকে পাঠান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ এবং পদত্যাগ করতে বলেন।

ইসলামী ব্যাংক,চেয়ারম্যান,ওবায়েদ উল্লাহ,পদত্যাগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত