ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

কর্মকর্তা-কর্মচারীদের ড্রেসকোড নির্ধারণ করে দিলো বাংলাদেশ ব্যাংক

কর্মকর্তা-কর্মচারীদের ড্রেসকোড নির্ধারণ করে দিলো বাংলাদেশ ব্যাংক

সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নতুন ড্রেসকোড ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না এবং অন্যদের শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ এ নির্দেশনা দিয়েছে। এতে নারী কর্মীদের শর্ট স্লিভ ও লেংথের ড্রেস অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে। তাদের ফরমাল স্যান্ডেল বা জুতা, সাদামাটা হেডস্কার্ফ বা হিজাব পরতে বলা হয়েছে।

ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে ২১ জুলাই জারি করা এ নির্দেশনায় বলা হয়েছে, কর্মক্ষেত্রে ফরমাল স্যান্ডেল বা জুতা পরতে হবে। হিজাব পরলে তা হতে হবে সাদামাটা রঙের। তবে কাউকে হিজাব পরতে বাধ্য করা হয়নি। পুরুষ কর্মকর্তা–কর্মচারীদের জন্যও নির্ধারিত পোশাকের তালিকা দেওয়া হয়েছে—লম্বা বা হাফ হাতার ফরমাল শার্ট, ফরমাল প্যান্ট ও জুতা। নিষেধ করা হয়েছে জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট পরা থেকে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সবার মধ্যে সাম্য ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ অশালীন পোশাক পরতেন না বলেও জানান তিনি।

তবে কেন এমন নির্দেশনার প্রয়োজন হলো—জানতে চাইলে তিনি বলেন, এখন ব্যাংকে অনেক তরুণ কর্মী যোগ দিচ্ছেন, যাদের অনেকেই সদ্য বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছেন। তাদের মধ্যে অনেক সময় ক্যাম্পাসের মতো আচরণের প্রবণতা দেখা যায়। এসব বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এই নির্দেশনা কেবল অফিসের জন্য প্রযোজ্য। ব্যক্তিগত পরিসরে কে কী পোশাক পরবেন, তাতে হস্তক্ষেপ করা হবে না বলেও তিনি জানান।

আবা/এসআর/২৫

নারী কর্মী,ড্রেসকোড,বাংলাদেশ ব্যাংক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত