ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

কর্মীদের মার্জিত পোশাক পরার নির্দেশনা প্রত্যাহার বাংলাদেশ ব্যাংকের

কর্মীদের মার্জিত পোশাক পরার নির্দেশনা প্রত্যাহার বাংলাদেশ ব্যাংকের

কর্মকর্তা-কর্মচারীদের জন্য পেশাদার ও শালীন পোশাক পরার নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে এক বিবৃতিতে বিষয়টি জানায় দেশের কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে, এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এ সংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, মিডিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ এ বিষয়টি বিদেশে অবস্থানরত মাননীয় গভর্নর মহোদয়ের গোচরীভূত হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তার নির্দেশনা মোতাবেক বিষয়টি এ মুহূর্তে প্রত্যাহার করা হলো।

এরআগে, গত ২১শে জুলাই সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের কী পোশাক পরতে হবে, তা ঠিক করে দিয়ে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ নির্দেশনা জারি করে। তবে গতকাল বুধবার রাতে তা গণমাধ্যমে প্রকাশের পর বিভ্ন্নি মহল থেকে সমালোচনা শুরু হয়।

ওই নির্দেশনায় কর্মকর্তা-কর্মচারীদের শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না এবং অন্যান্য শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছিল। একইসঙ্গে ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহার করতে বলা হয়।

এছাড়া ফরমাল স্যান্ডেল বা জুতা, সাদামাটা হেড স্কার্ফ বা হিজাব পরতে বলা হয়। পুরুষদের পোশাকের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতার ফরমাল (আনুষ্ঠানিক) শার্ট ও ফরমাল প্যান্ট পরতে বলা হয়। এছাড়া পরিহার করতে বলা হয় জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট।

নির্দেশনা না মানলে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলেও ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছিল।

মার্জিত,পোশাক,নির্দেশনা,প্রত্যাহার,বাংলাদেশ ব্যাংক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত