অনলাইন সংস্করণ
২১:৪৩, ৩০ জুলাই, ২০২৫
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে থাকা স্বর্ণ ও রূপার পরিমাণ ও মূল্য প্রকাশ করা হয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশের রিজার্ভে বর্তমানে মোট ৪১৮ কোটি ৮৯ লাখ টাকার মূল্যমানের মূল্যবান ধাতু রয়েছে। এর মধ্যে স্বর্ণের পরিমাণ প্রায় ৪১০ কোটি টাকা এবং রূপার পরিমাণ ৮ কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রয়েছে ২১ হাজার ৫৬৬টি স্বর্ণের বার। এগুলোর মোট ওজন ২ হাজার ৬১১ কেজি ৪৭৯ গ্রাম। এসব স্বর্ণের ক্রয়মূল্য ৪১০ কোটি ৬৪ লাখ টাকা ছাড়িয়ে গেছে। অন্যদিকে, ভল্টে থাকা ৪১২টি রূপার বারের ওজন ৫ হাজার ২৪৮ কেজির বেশি। এর মূল্য প্রায় ৮ কোটি ২৪ লাখ টাকা।
বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো অর্থনৈতিক অনিশ্চয়তা ও মুদ্রাস্ফীতির ঝুঁকি মোকাবিলায় রিজার্ভে স্বর্ণ সংরক্ষণ করে থাকে। অর্থনীতিবিদদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা ও বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতার ফলে স্বর্ণের চাহিদা ক্রমাগত বাড়ছে।
তারা আরও বলছেন, জাতীয় সম্পদের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ ব্যাংকের মূল্যবান ধাতুর রিজার্ভ ইতিবাচক। তবে দীর্ঘমেয়াদে এই ধারা ধরে রাখতে বৈচিত্র্যপূর্ণ ও কৌশলভিত্তিক রিজার্ভ ব্যবস্থাপনার প্রয়োজন।
এদিকে, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের বাকি সময়জুড়েই স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী থাকতে পারে। এর পেছনে রয়েছে ডলারের মূল্যহ্রাস, ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা এবং বিনিয়োগকারীদের আগ্রহ।