ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নতুন মাসেও বাড়ছে না জ্বালানি তেলের দাম

নতুন মাসেও বাড়ছে না জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে কার্যকর থাকা স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির ভিত্তিতে আগস্ট মাসেও বিদ্যমান দাম বহাল রাখা হয়েছে।

এতে আরও বলা হয়, এই পদক্ষেপের লক্ষ্য হলো ভোক্তাপর্যায়ে তেলের সরবরাহ নিশ্চিত করা এবং দাম সহনীয় রাখা।

নির্ধারিত দামে ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা ও অকটেন ১২২ টাকায় বিক্রি হবে। এই মূল্যহার ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে আদেশে জানানো হয়েছে।

জ্বালানি তেল,নতুন মাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত