ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য তলব করেছে।

বুধবার (১৩ আগস্ট) সব ব্যাংকে পাঠানো চিঠিতে তাদেরকে অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিবরণ, কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) তথ্যসহ প্রয়োজনীয় সব নথি তিন কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে।

তালিকাভুক্ত সাবেক গভর্নররা হলেন—ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। এদের মধ্যে আতিউর রহমান বিদেশে থাকছেন এবং আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় গত বছরের ৭ আগস্ট ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করেছেন।

সাবেক ছয় ডেপুটি গভর্নর হলেন— এস কে সুর চৌধুরী, মো. মাসুদ বিশ্বাস, আবু হেনা মো. রাজী হাসান, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের। সরকার পরিবর্তনের পর এর মধ্যে কিছু কর্মকর্তা দুদকের মামলায় জড়িত বা পদত্যাগে বাধ্য হয়েছেন।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, কারও অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলেও তার তথ্য জমা দিতে হবে।

ব্যাংক হিসাব তলব,৬ ডেপুটি গভর্নর,সাবেক ৩ গভর্নর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত