অনলাইন সংস্করণ
১৫:৩২, ১৫ আগস্ট, ২০২৫
মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় ইলিশের দাম চড়া ছিল। তবে ভরা মৌসুমে সরবরাহ বাড়ায় ইলিশের দাম সামান্য কমেছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর কয়েকটি বাজারে ঘুরে এমন চিত্র দেখা যায়।
মিরপুরের হাজী কুজরত আলী মোল্লা মার্কেটে গিয়ে দেখা যায়, প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ২৬০০ টাকায়। আরেক দোকানে একটু ছোট অর্থাৎ ৮৫০-৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ টাকায়।
বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে যেখানে ৩০০০-৩২০০ টাকা ইলিশের কেজি ছিল, এই সপ্তাহে তা ২৪০০-২৬০০ টাকা।
মিরপুরের মুসলিম বাজারে প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ টাকায়। এছাড়া প্রতিকেজি জাটকা বিক্রি হচ্ছে ৫০০-৮০০ টাকায়।
মাছ ব্যবসায়ী রোকন উদ্দিন বলেন, এই সপ্তাহে বাজারে প্রচুর মাছ। ছোট আকারের ইলিশ বেশি, দামও কম। দামের ফারাক হয় চট্টগ্রামের ও পদ্মার ইলিশের জন্য। চট্টগ্রামের ইলিশের দাম কম।
আরেক বিক্রেতা মাসুদ বলেন, প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ টাকায়, আধাকেজি ওজনের ইলিশ ১৩০০ টাকা ও ছোট ইলিশ (৩ পিসে ১ কেজি) বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।
তবে দাম কমলেও বাজারগুলোতে ছোট ইলিশের চাহিদা বেশি। ক্রেতারা বলছেন, দাম আরেকটু কমুক। তখন বড় ইলিশ কেনা যাবে।
এছাড়া রাজধানীর আরও কয়েকটি বাজারে খোঁজ নিয়েও জানা গেছে দাম আগের চেয়ে কিছুটা কম।