ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিএফআইইউ প্রধানের আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তে কমিটি

বিএফআইইউ প্রধানের আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তে কমিটি

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ. এফ. এম. শাহীনুল ইসলামের বিষয়ে ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আপত্তিকর সংবাদ ও স্থির ভিডিও চিত্র নিয়ে তদন্ত করতে চার সদস্যের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বুধবার (২০ আগস্ট) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- মো. সাঈদ কুতুব, অতিরিক্ত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় (সভাপতি); মো. সিরাজুল ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক (সদস্য); মো. মতিউর রহমান, পরিচালক, আইসিটি-২ শাখা, বাংলাদেশ ব্যাংক (সদস্য); মোহাম্মদ সাইদুল ইসলাম, যুগ্মসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় (সদস্য সচিব)।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত শেষে মতামতসহ প্রতিবেদন দাখিল করবে।

এর আগে সামাজিক মাধ্যমে বিতর্কিত ভিডিও ছড়ানোর জেরে বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

আবা/এসআর/২৫

বিএফআইইউ,ভিডিও,তদন্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত