ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এফবিসিসিআই’র সাথে সাউথইস্ট ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

এফবিসিসিআই’র সাথে সাউথইস্ট ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

গত ২৭ আগস্ট (বুধবার) ঢাকার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. বিকর্ণ কুমার ঘোষ এবং এসইইউর উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

চুক্তির মূল লক্ষ্য হলো উদ্যোক্তা সৃষ্টি, উদ্ভাবন, অর্থনৈতিক অগ্রগতি এবং আধুনিক গবেষণার মাধ্যমে শিক্ষাবিদ ও পেশাজীবীদের মধ্যে সহযোগিতা বাড়ানো। এর ফলে সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একাডেমিক ও পেশাগত ক্ষেত্রে নতুন সুযোগ পাওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাউথইস্ট ইউনিভার্সয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. ফারহানা ফেরদৌসী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রুবা রুম্মানা, বিসিপিআর এর উপ-পরিচালক মো. আবুল হাশেম রনি এবং বিবিএ প্রোগ্রামের প্রভাষক সৈয়দা খাদিজা আক্তার।

সমঝোতা চুক্তি স্বাক্ষরিত,সাউথইস্ট ইউনিভার্সিটি,এফবিসিসিআই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত