ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৪৩ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৪৩ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার হিসেবে ধরা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২১ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে উঠেছিল। তবে করোনা-পরবর্তী সময়ে সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করায় রিজার্ভ ধীরে ধীরে কমতে থাকে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর রিজার্ভে কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

৩১.৪৩ বিলিয়ন ডলার,রিজার্ভ,বৈদেশিক মুদ্রা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত