ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কমলো জেট ফুয়েলের দাম

কমলো জেট ফুয়েলের দাম

বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারে ৯৯ টাকা ৬৬ পয়সা থেকে কমিয়ে ৯৬ টাকা ৯ পয়সা করা হয়েছে। এ ছাড়া, আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৬৫০২ ডলার থেকে কমিয়ে ০.৬৩৩৩ ডলার নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়।

এর আগে বিদায়ী আগস্টে বাড়ানো হয়েছিল জেট ফুয়েলের দাম। সে সময় প্রতি লিটার জেট ফুয়েল ৯৮ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ৬৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম দশমিক ৬৪০১ ডলার থেকে বাড়িয়ে দশমিক ৬৫০২ ডলার নির্ধারণ করা হয়েছিল।

আবা/এসআর/২৫

জেট ফুয়েল,দাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত