ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অগ্রণী ব্যাংকের ১৮৯ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, আসামি ১১

অগ্রণী ব্যাংকের ১৮৯ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, আসামি ১১

অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের আছাদগঞ্জ শাখা থেকে নিয়ম ভেঙে ঋণ নিয়ে ১৮৯ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ ও নুরজাহান গ্রুপের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে দুদক মামলা করেছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা যায়, মেসার্স মিজান ট্রেডার্সের নামে ঋণ মঞ্জুর করা হলেও প্রকৃত সুবিধাভোগী ছিল নুরজাহান গ্রুপ ও জাসমীর ভেজিটেবল ওয়েল লিমিটেড।

ঋণ অনুমোদন ও উত্তোলনে মেসার্স মিজান ট্রেডার্সের কর্মকর্তা মিজানুর রহমানকে ব্যবহার করে পরিকল্পিতভাবে টাকা আত্মসাত করা হয়েছে।

আসামিদের মধ্যে ব্যাংকের সাবেক এমডি ও সিইও সৈয়দ আব্দুল হামিদ, আছাদগঞ্জ শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার মোস্তাক আহমেদ, সাবেক মহাব্যবস্থাপকরা এবং নুরজাহান গ্রুপ ও জাসমীর ভেজিটেবল ওয়েল লিমিটেডের পরিচালকরা রয়েছেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আসামি ১১,ঋণ কেলেঙ্কারি,১৮৯ কোটি টাকা,অগ্রণী ব্যাংক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত