ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

২ মাসে বৈদেশিক ঋণ-অনুদান এলো ৭৫ কোটি ডলার

২ মাসে বৈদেশিক ঋণ-অনুদান এলো ৭৫ কোটি ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) গত অর্থবছরের একই সময়ের তুলনায় বৈদেশিক ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেড়েছে। একই সঙ্গে ঋণ ও অনুদানের ছাড়করণ এবং পরিশোধের পরিমাণ গত অর্থবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) রবিবার এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে।

ইআরডি সূত্রে জানা যায়, গত জুলাই ও আগস্ট সময়ে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি এসেছে ২৩ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলারের। এ সময়ে অনুদানের প্রতিশ্রুতি এসেছে ১ কোটি ১২ লাখ ২০ হাজার ডলারের সমান। গত অর্থবছরের একই সময়ে বৈদেশিক ঋণের কোন প্রতিশ্রুতি ছিলো না। তবে ওই সময়ে অনুদানের প্রতিশ্রুতি এসেছিলো ২ কোটি ১ লাখ ৬০ হাজার ডলারের সমান।

মূলত গত বছর জুলাই ও আগস্ট সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তাল ছিলো দেশ। যে কারণে বৈদেশিক ঋণের কোন প্রতিশ্রুতি আসেনি বলে সংশ্লিষ্টরা মনে করেন। অন্যদিকে খাদ্য সহায়তা খাতে গত অর্থবছরের প্রথম দুই মাস এবং চলতি অর্থবছরের প্রথম দুই মাসে কোন প্রতিশ্রুতি আসেনি।

গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বৈদেশিক ঋণ চাড়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গত বছরের জুলাই ও আগস্টে ঋণ ছাড় হয়েছিলো ৩৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ডলারের। আর অনুদান ছাড় হয়েছিলো ৭ কোটি ১৩ লাখ ৩০ হাজার ডলারের। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ঋণ ছাড় হয়েছে ৭৪ কোটি ৮ লাখ ৮০ হাজার ডলারের। তবে গতবারের তুলনায় অনুদান ছাড়ের পরিমাণ অনেক হ্রাস পেয়েছে। এবার অনুদান ছাড় হয়েছে মাত্র ৯১ লাখ ৮০ হাজার ডলারের সমান।

এদিকে অর্থবছরের প্রথম দুই মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধের পরিমাণ প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা বেড়েছে। গত অর্থবছরের প্রথম দুই মাসে বৈদেশিক ঋণের আসল পরিশোধ হয়েছিলো ৪ হাজার ৯১৩ কোটি টাকার। আর সুদ পরিশোধ হয়েছিলো ২ হাজার ৫১ কোটি টাকার। সুদ-আসল মিলে মোট পরিশোধ হয়েছিলো চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আসল পরিশোধ হয়েছে ৫ হাজার ৯৫৭ কোটি টাকার। আর সুদ পরিশোধ হয়েছে ২ হাজার ১৭৩ কোটি টাকার। সুদ ও আসল মিলে এবার দুই মাসে পরিশোধ হয়েছে ৮ হাজার ১৩০ কোটি টাকার সমান।

কোটি ডলার,ঋণ-অনুদান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত