অনলাইন সংস্করণ
২১:১১, ০৬ অক্টোবর, ২০২৫
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭২৫ টাকা— যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
সোমবার (৬ অক্টোবর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এ দাম মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত শনিবার (৪ অক্টোবর) স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ১৯৩ টাকা বাড়ানো হয়েছিল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এটি দ্বিতীয় দফায় বৃদ্ধি, যা দেশের বাজারে স্বর্ণের রেকর্ডমূল্য তৈরি করেছে।
বর্তমানে ২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ৮৮২ টাকায়, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৪ হাজার ৬৩৬ টাকা এবং সনাতনী স্বর্ণের ভরি ১ লাখ ৩৯ হাজার ৬৬৬ টাকায় নির্ধারণ করা হয়েছে বলে বাজুস জানিয়েছে।
বাজুসের ব্যাখ্যা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি এবং ডলারের অস্থিরতা দেশের বাজারেও প্রভাব ফেলছে। ফলে আমদানি নির্ভর স্বর্ণের মূল্য স্থিতিশীল রাখা কঠিন হয়ে পড়েছে।