ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অক্টোবরের ১১ দিনে এলো ৯৯ কোটি ডলারের রেমিট্যান্স

অক্টোবরের ১১ দিনে এলো ৯৯ কোটি ডলারের রেমিট্যান্স

চলতি (অক্টোবর) মাসের প্রথম ১১ দিনে ৯৮ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ১২ হাজার ৫৩ কোটি টাকা। সে হিসেবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে প্রায় ৯ কোটি ডলার।

রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, অক্টোবরে ১১ দিনে ৯৮ কোটি ৮০ লাখ ডলার এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। চলতি (২০২৫-২৬) অর্থবছরের জুলাই থেকে ১১ অক্টোবর পর্যন্ত মোট ৮৫৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে দেশে, যা ২০২৪-২৫ অর্থবছর (জুলাই থেকে ১১ অক্টোবর পর্যন্ত) ৭৪৯ কোটি ডলার এসেছিল। অর্থবছর হিসাবে ১৪ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত সেপ্টেম্বরে ২ দশমিক ৬৮ বিলিয়ন (২৬৮ কোটি ৫৮ লাখ ডলার) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা আগের অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ এবং সেপ্টেম্বরে দেশে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলারের রেমিট্যান্স আসে।

এই ধারা অব্যাহত থাকলে পুরো মাস শেষে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার আসতে পারে বলে ধারণা করছে বাংলাদেশ ব্যাংক।

আবা/এসআর/২৫

অক্টোবর,রেমিট্যান্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত