অনলাইন সংস্করণ
১৫:২৭, ১৩ অক্টোবর, ২০২৫
পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যকে ‘ভিত্তিহীন ও গুজব’ হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে সরকার।
সোমবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় জানায়, এসব গুজবে বলা হচ্ছে যে ব্যাংকগুলো একীভূত হলে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়বেন। একটি স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তবে বিনিয়োগকারীদের স্বার্থক্ষুণ্ন করার মতো কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, একীভূতকরণ প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।
অনলাইনে ছড়ানো এমন ‘ভ্রান্ত ও মনগড়া’ তথ্যের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।