ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আরও কমলো এলপি গ্যাসের দাম

আরও কমলো এলপি গ্যাসের দাম

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ২৬ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৫ টাকা। একইসঙ্গে, দাম কমেছে অটোগ্যাসেরও। ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা ৫৮ পয়সা।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকেই এই দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে নতুন এই দর ঘোষণা করে বিইআরসি।

এর আগে অক্টোবরে এলপিজির দাম ২৯ টাকা কমানো হয়েছিল। ওই সময় প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৪১ টাকা। পাশাপাশি, অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা।

এলপি গ্যাস,কমলো,মূল্য নির্ধার,ভোক্তাপর্যায়,বিইআরসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত