ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচনের আগে অপরিহার্য কারণ ছাড়া ব্যাংকারদের বিদেশ যাত্রায় ‘না’

নির্বাচনের আগে অপরিহার্য কারণ ছাড়া ব্যাংকারদের বিদেশ যাত্রায় ‘না’

নির্বাচনের আগে ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংক ও কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা একান্ত অপরিহার্য কারণ ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচনের সময়ে ব্যাংকিং খাতে শূন্যতা বা প্রশাসনিক বিঘ্ন রোধ করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ব্যাংক ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অতি জরুরি প্রয়োজন ছাড়া দেশের বাইরে ভ্রমণ এড়িয়ে চলবেন। এ সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

নির্বাচন,ব্যাংকার,বিদেশ যাত্রা,বিদেশ ভ্রমণ,বাংলাদেশ ব্যাংক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত