অনলাইন সংস্করণ
২১:০৮, ০১ ডিসেম্বর, ২০২৫
প্রবাসী বাংলাদেশিরা নভেম্বর মাসে দেশে প্রায় ২.৮৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার ২৫০ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। গত বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ৬৯ কোটি ডলার বা ৮ হাজার ৪১৮ কোটি টাকা বেশি।
এর আগে, গত বছরের নভেম্বরে দেশে প্রায় ২.২০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসেছিল। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
রেমিট্যান্স বৃদ্ধির পেছনে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রেরণের বিভিন্ন প্রণোদনা, বৈধ পথে টাকা পাঠানোর প্রতি উৎসাহ বৃদ্ধি এবং এক্সচেঞ্জ হাউজগুলোর সক্রিয় ভূমিকা অন্যতম কারণ হিসেবে দেখানো হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে প্রবাসীরা মোট ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার পাঠিয়েছেন।
এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের একটির মাধ্যমে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫৯ লাখ ৪০ হাজার ডলার এসেছে।
নভেম্বরে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এ ব্যাংকগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক, এবং বিদেশি ব্যাংক হিসেবে ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের হিসাব অনুযায়ী, জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বর ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার এবং অক্টোবর ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার এসেছে। মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল।
২০২৪–২৫ অর্থবছরে প্রবাসী আয় মোট ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি। ২০২৩–২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স ছিল ২৩.৯১ বিলিয়ন ডলার।