ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কমলো স্বর্ণের দাম

কমলো স্বর্ণের দাম

শক্তিশালী ডলার এবং যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বুধবার (৭ জানুয়ারি) স্পট স্বর্ণের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৬১.৫১ ডলারে নেমে আসে। সেশনের শুরুতে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছালেও পরে দাম নিম্নমুখী হয়।

এর আগে গত ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯.৭১ ডলার পর্যন্ত উঠেছিল। এদিকে, ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭১.৩০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, নতুন বছরের শুরুতে অস্থির লেনদেনের পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিচ্ছেন। একই সঙ্গে ভেনেজুয়েলার পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করাও দাম কমার একটি কারণ। নেমো-মানি’র প্রধান বাজার বিশ্লেষক জেমি দুত্তা বলেন, বাজারে অনিশ্চয়তা থাকায় স্বল্পমেয়াদি মুনাফা গ্রহণ স্বাভাবিক ঘটনা।

স্বর্ণ,দাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত