ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

মধ্যরাতে ইবি ছাত্রদলের সাহরি বিতরণ

মধ্যরাতে ইবি ছাত্রদলের সাহরি বিতরণ

নিরাপত্তাকর্মীদের মাঝে সাহরি বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

বুধবার (১৯ মার্চ) ভোররাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও বিভিন্ন ফটকে দায়িত্ব পালনরত প্রায় ৩০ জন নিরাপত্তাকর্মীর মাঝে এই সাহরি বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ সময় সংগঠনের সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভ, রাকিব হাসান সাক্ষর, সাইফুল্লাহ আল মামুন ও শামীমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্য বলেন, "বিভিন্ন সময়ে আমাদের কাছে বিভিন্ন ছাত্রসংগঠন আসে। এর আগেও ছাত্রদলের এক ভাই আমাদের মাঝে ইফতার বিতরণ করেছিল। তবে এই প্রথম কেউ সাহরি নিয়ে এসেছে, যা আমাদের খুব ভালো লেগেছে।"

ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, "আমরা চাই, ইবি ছাত্রদল সবসময় ইতিবাচক কাজের মাধ্যমে পরিচিত হোক। অন্যায় বা খারাপ কাজের মাধ্যমে নয়, বরং ভালো উদ্যোগের মাধ্যমেই আমরা মানুষের কাছে জাতীয়তাবাদী আদর্শের প্রচার ঘটাতে চাই। এর আগেও আমরা শিক্ষার্থীদের নিয়ে গণ-ইফতার আয়োজন করেছি। ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।"

আবা/এসএস

বিতরণ,সাহরি,ইবি,ছাত্রদল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত