ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কমিটি গঠন

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কমিটি গঠন

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার রাতে রাজধানীর একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কমিটি নির্বাচিত হয়েছে ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ সালের জন্য দ্বিবার্ষিক মেয়াদের জন্য।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন। মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মো. মনোয়ারুল ইসলাম এনাম।

কমিটির প্রধান পৃষ্ঠোপোষক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তফা কামাল পাশা।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ মৃধা। ১নং যুগ্ম-মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান।

সাংগঠনিক দায়িত্বে থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. রেজাউর রহমান মিয়া রাজু।

দেশের সরকারি ৫৯টি বিশ্ববিদ্যালয়ের অফিসারদের সমন্বয়ে এই ফেডারেশনের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠন,অফিসার্স ফেডারেশন,বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত