ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে গত বৃহস্পতিবার এসেছে নতুন নাটক ‘মিথ্যে প্রেমের গল্প’। বসুন্ধরা টিস্যু প্রেজেন্টস নাটকটি রচনা করেছেন দয়াল সাহা এবং পরিচালনায় রয়েছেন জনপ্রিয় নির্মাতা মাহমুদুর রহমান হিমি। ভালোবাসা কেবল শব্দের খেলায় সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত ভালোবাসা আত্মত্যাগেই প্রকাশ পায়- এই বার্তা নিয়ে নির্মাণ করা হয়েছে ঈদের বিশেষ নাটক ‘মিথ্যে প্রেমের গল্প’। মূল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা।
গল্পে দেখা যাবে, সাইফ নামের এক নীতিবান যুবক এমন এক অপরাধের দায় নিজের কাঁধে তুলে নেয়, যা সে করেনি, শুধু আয়াত নামের একটি মেয়েকে রক্ষা করতে গিয়ে। নাটকের গল্প মোড় নেয় একটি ভয়াবহ ঘটনার পর, যখন দুর্নীতিগ্রস্ত আমজাদ চৌধুরী আয়াতকে ধর্ষণের চেষ্টা করে। সেখান থেকেই শুরু হয় এক অন্যরকম প্রেম, আত্মত্যাগ ও নীরব সাহসিকতার গল্প।