ঢাকা রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

‘রেহানা’ থেকে ‘এশা’: বাঁধনের জন্য ঢাকায় ছুটে এলেন ভক্ত

‘রেহানা’ থেকে ‘এশা’: বাঁধনের জন্য ঢাকায় ছুটে এলেন ভক্ত

ঈদে মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায় শুরুতে কিছুটা দেরিতে নাম লেখালেও, ‘এশা মার্ডার’ এখন তৃতীয় সপ্তাহে এসেও সিনেমা হলে দাপট দেখাচ্ছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সিনেমার প্রতি বাঁধনের অভিনয়ের টান কতটা গভীর, তা প্রমাণ করলেন একজন ভক্ত। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে শুধু বাঁধনের ছবি দেখতে হলে হাজির হয়েছেন তিনি। শুধু তাই নয়, অভিনেত্রীকে সামনে পেয়ে জানালেন, ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি ৫৫ বার দেখেছেন তিনি!

বাঁধনের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, সেই যুবক বলছেন, “বাঁধন আপু, আমি আপনার বড় ভক্ত। রেহানা মরিয়ম নূর ৫৫ বার দেখেছি। আপনি যদি জাতীয় পুরস্কার না পেতেন, আমি অনশন করতাম। নারায়ণগঞ্জে ‘এশা মার্ডার’ না আসায় ঢাকায় এসে দেখলাম।”

ভক্তের এমন আবেগঘন কথায় উচ্ছ্বসিত হয়ে পড়েন বাঁধন। জানান, এমন ভক্তদের ভালোবাসাই তার প্রাপ্তি।

উল্লেখ্য, ওই যুবক বাঁধনের বলিউড সিনেমা ‘খুফিয়া’ নিয়েও প্রশংসা করেন।

চলচ্চিত্রের নির্মাণ ও অভিনয়শিল্পী সিনেমাটি পরিচালনা করেছেন সানি সানোয়ার। এতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন:

পূজা এগনেজ ক্রুজ

মিশা সওদাগর

শহিদুজ্জামান সেলিম

শতাব্দী ওয়াদুদ

সুমিত সেনগুপ্ত

শরীফ সিরাজ

নিবির আদনান নাহিদ প্রমুখ।

‘এশা মার্ডার’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে, আর সিনেমা হলগুলোতে ধীরে ধীরে দর্শক টানছে। বিশেষ করে বাঁধনের অনুরাগীরা ছবিটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন।

বাঁধন,ভক্ত,‘রেহানা’,ঢাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত