ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সাবিনা ইয়াসমিনের সান্নিধ্যে আবেগাপ্লুত টুশি

সাবিনা ইয়াসমিনের সান্নিধ্যে আবেগাপ্লুত টুশি

চ্যানেল আই সেরাকণ্ঠ’ এমনই একটি প্লাটফরম যে প্লাটফরমের মাধ্যমে অনেকেই নিজেদের জীবন গুছিয়ে নিয়েছেন একজন সঙ্গীতশিল্পী হিসেবে। এই প্লাটফরম থেকেই আজকের প্রজন্মের আলোচিত সঙ্গীতশিল্পীদের মধ্যে যাদের নাম না বললেই নয় তারা হলেন ইমরান, লুইপা, ইউসুফ, কোনাল, ঝিলিক, আতিয়া আনিসাসহ আরও অনেকেই। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় ‘সেরাদের সেরা’ হয়েছেন নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশিন টুশি। একই আয়োজনে সেরাদের সেরা হয়েছেন জারিন, শিতাব ও অর্চি। ছোটবেলা থেকেই টুশি উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের গান গেয়ে গেয়েই গানেই নিজেকে গড়ে তুলেছেন। গানের ভুবনে যারা প্রতিষ্ঠিত হতে আসে তাদের সবারই স্বপ্ন থাকে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের সান্নিধ্যে একবার হলেও যেন আসা যায়, তাতেই যেন এই প্রজন্মের শিল্পীরা নিজেদের পরম প্রাপ্তি বলেই মনে করেন।

টুশি,সাবিনা ইয়াসমিন,আবেগাপ্লুত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত