ঢাকা সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা: জোভান

রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা: জোভান

আজ দুপুরে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফল ভালো করা ও মন্দ করা শিক্ষার্থীদের নিয়ে বিভিন্নজন সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের স্ট্যাটাস দিচ্ছেন। অনেকেই ফলাফল খারাপ করা শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে না পড়ার জন্য পরামর্শ দিচ্ছেন। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানও তার সোশ্যাল মিডিয়ায় এবারের ‘এসএসসি’র ফলাফল নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

অভিনেতা জোভান তার স্ট্যাটাসে রেজাল্টকে একটি কাগজের টুকরার সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা। কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা। এসএসসি ফল এরই মধ্যে প্রকাশ হয়েছে।’

জোভানের এ স্ট্যাটাসের সঙ্গে তার অনুরাগীরাও সহমত প্রকাশ করেছেন। ফারিহা নামের একজন জোভানের স্ট্যাটাসের মন্তব্যে লিখেছেন, ‘হাসিনার আমলেই ভালো ছিলাম! হয় এ-প্লাস না হয় অটো পাস।’ সাব্বির নামের একজন লিখেছেন, ‘এই এক টুকরা কাগজেই অনেকের ভবিষ্যৎ লেখা হয়ে যায়।’

২০২৫ সালের এসএসসি ও সমমানের পাসের হার গড়ে ৬৮.৪৫ শতাংশ। এবারের পাসের হার তুলনামূলক কম। এ বছর পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে।

জোভান,কাগজের টুকরা,রেজাল্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত