অনলাইন সংস্করণ
১৯:৫৪, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
বলিউড অভিনেত্রী হুমা কুরেশি হয়তো নতুন জীবনের একটি বিশেষ অধ্যায়ে পা রেখেছেন। ব্যক্তিগত জীবন সবসময়ই গোপন রাখার চেষ্টা করা এই অভিনেত্রী, সম্প্রতি দীর্ঘদিন ধরে আলোচিত প্রেমিক ও অভিনয় প্রশিক্ষক রচিত সিংহের সঙ্গে বাগদানের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
হুমা ও রচিতের প্রেমের গুজব শুরু হয় যখন গায়কী শিল্পী আকাশা সিংহ একটি ছবি শেয়ার করে লেখেন, ‘শুভেচ্ছা তোমার এই ছোট স্বর্গের জন্য, হুমা। দারুণ রাত কাটালাম।’ মাত্র এক পোস্টই ভক্তদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে।
এরপর হুমা ও রচিত প্রকাশ্যে উপস্থিত হন সোনাক্ষী সিনহা ও জাহীর ইকবালের বিবাহ অনুষ্ঠানে। দু’জনই পিংক পোশাকে সজ্জিত ছিলেন এবং উপস্থিত সবার নজর কাড়েন তারা।
এরপর আরও উন্মুক্ত হয় গুঞ্জন, যখন রচিতের অন্তরঙ্গ জন্মদিন উদযাপনে তাদের একসাথে দেখা যায়।