ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আবীর চট্টোপাধ্যায় আমার সবচেয়ে বড় ‘কমফোর্ট জোন’: জয়া আহসান

আবীর চট্টোপাধ্যায় আমার সবচেয়ে বড় ‘কমফোর্ট জোন’: জয়া আহসান

দেশের সীমানা ছাড়িয়ে ওপার বাংলাতেও সমানভাবে জনপ্রিয় নায়িকা জয়া আহসান। অভিনয়জগতে বহু সহশিল্পীর সঙ্গে কাজ করলেও আবীর চট্টোপাধ্যায় তার কাছে বিশেষ একজন—বন্ধুত্ব, কাজের বোঝাপড়া আর পারস্পরিক শ্রদ্ধা যেন এই জুটির সম্পর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আবীর সম্পর্কে জয়ার মুগ্ধতার কথা আরও স্পষ্টভাবে উঠে এসেছে। তার ভাষায়, আবীর শুধু ভালো অভিনেতাই নন, ব্যক্তিত্বেও অসাধারণ।

জয়ার কথায়, “ওর সঙ্গে আমার সবচেয়ে বেশি কাজ। আর সবচেয়ে বড় কথা হলো—ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে কমফোর্ট জোন আবীর।”

জয়ার মতে, আবীর অত্যন্ত নির্ঝঞ্ঝাট স্বভাবের মানুষ। তিনি বলেন,“আমি কখনও দেখিনি ও কোনও আড্ডায় বা কোথাও কাউকে নিয়ে সমালোচনা করছে। কারও কষ্ট হয়—এমন কোনও কথাও ওর মুখে শুনিনি। তাই ওর জায়গা আমার জীবনে অনেক উপরে।”

তিনি আরও বলেন, মাঝে মাঝে টকঝাল গল্প সবারই ভালো লাগে, তবে আবীরের মধ্যে সেই দিক থাকলেও তা কেউ খুঁজে পায় না।

‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমার কাজের সুবাদে তারা কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে আবীরকে ঘিরে যে উন্মাদনা, তা জয়ার চোখেও বিস্ময় জাগিয়েছে।

জয়া বলেন,“আবীর ঢুকতেই সবাই শুধু ওকেই দেখছে। আমাদের দিকে কারও নজর নেই। আবীরকে যারা ভালোবাসে, সেটা সামলানোও কিন্তু খুব কঠিন। ও খুব সুন্দরভাবে সব সামলায়।”

কর্মজীবন–সংসার দু’দিকই সামলানোর নায়ক জয়া মনে করেন, আবীরের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। বিশেষ করে সংসার ও ক্যারিয়ারকে একসঙ্গে সুষ্ঠু ভাবে এগিয়ে নেওয়ার দক্ষতা।

তার ভাষ্যে,“সংসার আর কাজ একসঙ্গে সামলানো সহজ নয়। আবীর খুব সুন্দরভাবে দুটোই ব্যালান্স করে। তার মতো একজন মানুষকে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের বিষয়।”

জয়ার শুভকামনা আবীরের বাস্তবতা, অনুভূতির স্বচ্ছতা ও মানুষের প্রতি টান জয়ার কাছে বিশেষভাবে মূল্যবান। তিনি আরও যোগ করেন, “ওর অনুভূতি মন থেকেই আসে। এই জিনিসটা কখনও ফেক নয়। আমি চাই ও সারাজীবন এমনই থাকুক।”

জয়া আহসান,কমফোর্ট জোন,আবীর চট্টোপাধ্যায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত