ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘অনেক সাধের ময়না’ উপস্থাপনায় লাবণ্যের চমকপ্রদ সাড়া

‘অনেক সাধের ময়না’ উপস্থাপনায় লাবণ্যের চমকপ্রদ সাড়া

বাংলাদেশের গানের কিংবদন্তী সঙ্গীতশিল্পী বশির আহমেদ। মহান এই শিল্পীর জন্ম ১৯৩৯ সালের ১৮ নভেম্বর (গুগলে দেওয়া আছে ১৯ নভেম্বর- যা ভুল বলেই জানালেন তার মেয়ে হোমায়রা বশির)। কিংবদন্তী এই সঙ্গীতশিল্পী ২০১৪ সালের ১৯ এপ্রিল মৃত্যু বরণ করেন। কলকাতায় জন্ম নেওয়া বশির আহমেদ ১৯৬৪ সালে সপরিবারে ঢাকায় আসেন। ঢাকায় আসার আগেই উর্দু চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন তিনি। চলচ্চিত্রে ‘যব তোম একেলে হোগে হাম ইয়াদ আয়েঙ্গে’ গানটি পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা পায়। তার কণ্ঠস্বর ছিল মাধুর্যে ভরা। রাগ সঙ্গীতেও দখল ছিল তার। ওস্তাদ বড়ে গুলাম আলী খানের কাছে তালিম নেন তিনি। ‘তালাশ’ চলচ্চিত্রে বিখ্যাত শিল্পী তালাত মাহমুদের সঙ্গে কাজ করেন। বশির আহমেদণ্ডএর কণ্ঠে জনপ্রিয় বাংলা গানগুলো হচ্ছে ‘আমি রিক্সাওয়ালা মাতওয়ালা’, ‘আমাকে পুরাতে যদি এত লাগে ভালো’ আরও বেশকিছু গান।

লাবণ্য,উপস্থাপনা,‘অনেক সাধের ময়না’
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত