ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সমালোচনা ছাপিয়ে বিলিয়নের ঘরে অ্যাভাটার থ্রি

সমালোচনা ছাপিয়ে বিলিয়নের ঘরে অ্যাভাটার থ্রি

গল্প নিয়ে দর্শকদের তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ থাকলেও বক্স অফিসে রাজত্ব করছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় কিস্তি। মুক্তির মাত্র ১৮ দিনেই বিশ্বজুড়ে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গত ১৯ ডিসেম্বর মুক্তির পর থেকে এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৮ কোটি ৩০ লাখ ডলারে। বক্স অফিস সূত্রের বরাতে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারিয়েটির প্রতিবেদনে বলা হয়েছে, ১০৮ কোটি ডলার আয়ের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজার থেকে এসেছে ৩০ কোটি ৬০ লাখ ডলার। বাকি ৭৭ কোটি ৭০ লাখ ডলার আয় হয়েছে আন্তর্জাতিক বাজার থেকে।

আন্তর্জাতিক আয়ের ক্ষেত্রে বরাবরের মতো শীর্ষে রয়েছে চীন (১৩ কোটি ৮০ লাখ ডলার), ফ্রান্স (৮ কোটি ১০ লাখ ডলার) এবং জার্মানি (৬ কোটি ৪০ লাখ ডলার)। তবে আগের দুটি সিনেমার তুলনায় এটি কিছুটা ধীরগতিতে বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেছে। ২০১২ সালের ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’ ১৪ দিনে এবং ২০০৯ সালের ‘অ্যাভাটার’ ১৭ দিনে এই রেকর্ড গড়েছিল। ২০২৫ সালে ডিজনির তৃতীয় সিনেমা হিসেবে বিলিয়ন ডলারের রেকর্ড গড়ল ‘অ্যাভাটার থ্রি’। এর আগে ‘লিলো অ্যান্ড স্টিচ’ এবং ‘জুটোপিয়া টু’ এই মাইলফলক ছুঁয়েছিল।

অ্যাভাটার থ্রি,বিলিয়ন,সমালোচনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত