
বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। তরুণ প্রজন্মের এই হার্টথ্রব তার হাস্যরসাত্মক স্বভাবের জন্য বেশ পরিচিত। সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’-এর প্রচারণায় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়েছিলেন এই তারকা। সঙ্গে ছিলেন সহ-অভিনেত্রী অনন্যা পাণ্ডেও। আর সেখানেই নিজের বোনের বিয়ে নিয়ে এক মজার অভিজ্ঞতার কথা শুনিয়ে সবাইকে হাসিতে ভাসিয়েছেন কার্তিক। কপিল শর্মার সঙ্গে আড্ডায় কার্তিক জানান, বোন কৃতিকা তিওয়ারির বিয়েতে তিনি নাকি পরিবারের সদস্য হিসেবে নয়, বরং ‘অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন! অভিনেতা রসিকতা করে বলেন, ‘আমার বোন আর মা মিলেই বিয়ের সব আয়োজন সামলেছেন। সেখানে আমার কাজ ছিল কেবল উপস্থিত থেকে আনন্দ করা।’